Ki-Vul-Chilo-Lyrics-Ariyan-Mehedi

Ki Vul Chilo Lyrics is the latest song released by Ariyan Mehedi.

Songs Credit :

Song – Ki Vul Chilo Lyrics

Artist – Ariyan Mehedi

 

 

 

Ki Vul Chilo Lyrics

 

এতো করে চাওয়ার পরেও
তুমি আমার হও নি
মন থেকে ভালোবেসে
তোমায় আমি পাইনি, তুমি
কেনো আমার হলে না
একবার বলনা, তুমি কেন আমার হলে না
একবার বলনা?

কী ভূল ছিল আমার শুধু বলোনা
কী দোষ ছিল আমার শুধু বলোনা
কী ভূল ছিল আমার শুধু বলোনা
কী দোষ ছিল আমার শুধু বলোনা

আমি জানি তুমি আমার
আমরা দুজন দুজনার
হয়তো এটাই লিখা ছিল
তোমায় আমি পাবো

আমি জানি না বুঝিনা শুধু তোমায় খুঁজে যাই
ফিরে পাবো না জেনেও
কেন আবার তোমায় চাই
আবার তোমায় চাই
এতো করে চাওয়ার পরেও

তুমি আমার হও নি
মন থেকে ভালোবেসে
তোমায় আমি পাইনি, তুমি
কেনো আমার হলে না
একবার বলনা, তুমি কেন আমার হলে না
একবার বলনা?

কী ভূল ছিল আমার শুধু বলোনা
কী দোষ ছিল আমার শুধু বলোনা
কী ভূল ছিল আমার শুধু বলোনা
কী দোষ ছিল আমার শুধু বলোনা

 

 

Ki Vul Chilo Lyrics  Ariyan Mehedi

For the Latest songs lyrics of Punjabi songsHindi Songs and English stay connected with LyricsVin

https://youtu.be/zkyawYZk3Yw

 

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *